আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মওলানা আব্দুল মজিদের নেতৃত্বে বিপুল আকারের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে শোডাউন পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সাবেক ভাইস চেয়ারম্যান ও ইসলামী আন্দোলন বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা শাহজালাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলন দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি আরিফ খান রাসেলসহ জেলা–উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে দেওয়ানগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় শোডাউন বের করা হয়। শোডাউনে অংশ নেন বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার অসংখ্য নেতা–কর্মী।
শোডাউন চলাকালে এমপি প্রার্থী মওলানা আব্দুল মজিদ হাতপাখা প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, “জনগণের দোয়া ও সমর্থন থাকলে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে হাতপাখা বিজয়ী হবে।”
১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
জামালপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
-
জামালপুর প্রতিনিধি - প্রকাশের সময় : ১০:০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- 78
জনপ্রিয়























