বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) মাগরিব নামাজের পর পুরাতন বিএনপি অফিস কার্যালয় (পাবলিক ক্লাবের সামনে) উপজেলা তৃণমূল বিএনপি’র সকল নেতৃবৃন্দের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল,পৌর বিএনপির সদস্য বেলাল,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রকিবুল করিম সেলিম,মামুনুর রশীদ মামুন,পৌর যুবদল নেতা সোহাগ,মোনারুল ইসলাম,শান্ত,মনিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার 



















