বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর সাংগঠনিক উপজেলা বিএনপির উদ্যোগে আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বাদে আসরের নামাজের পর আজিজনগরের ছাত্তার ম্যাচ ফ্যাক্টরি জামে মসজিদে অনুষ্ঠিত এ মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজনগর সাংগঠনিক উপজেলা বিএনপির সাবেক সদস্য-সচিব ফরহাদ।
সভাপতির বক্তব্যে ফরহাদ বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা শুধু বিএনপি পরিবার নয়, দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। আজকের এ দোয়া মাহফিলে আমরা তাঁর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর দৃঢ় নেতৃত্বের প্রত্যাবর্তন কামনা করছি। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”
দোয়া মাহফিলে অংশ নেন সাংগঠনিক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম খোকন, সাংগঠনিক উপজেলা যুবদলের সভাপতি বশিরউল আলম রবিন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রেজা ও জিয়াবুল হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন আজিজনগর চাম্বি কলেজ ছাত্রদলের সভাপতি সাইমুন ইসলাম হৃদয়, সাংগঠনিক উপজেলা ছাত্রদলের নেতা রিয়াদ হোসেন ও আনিসুর রহমান সাকিবসহ আরো বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করা হয়।

ফরহাদ আহমদ সজল, বান্দরবান 



















