বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) মাগরিব নামাজের পর পৌর বিএনপি অফিস কার্যালয়ে পৌর শ্রমিক দলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।
পৌর শ্রমিকদলের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম মন্ডল সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি,সাধারন সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, সহ-সভাপতি লাল মাহমুদ লাল,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা শ্রমিকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডা,সাধারণ সম্পাদক মেহেদি হাসান শুভ, ৬ নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন,৭নং ওয়ার্ড সভাপতি মনির হোসেন,সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম,উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম লিটন,পৌর মৎস্যজীবি দল সভাপতি কাঞ্চন,সাধারণ সম্পাদক ঘেরু,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, উপজেলা তাতীদলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু,পৌর তাতীদলের সভাপতি বিশে প্রামানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল্লাহ বিন কাসেম।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারিয়াকান্দিতে পৌর শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল
-
পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার - প্রকাশের সময় : ১০:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- 89
জনপ্রিয়





















