নড়াইলের কলাবাড়ীয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি লাভের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) মারিবের নামাজের পর কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে কলাবাড়িয়া বাজারে বিএনপি অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।
সকল নেতা কর্মীর উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।কলাবাড়ীয়া পশ্চিম পার জামে মসজিদের ইমাম সাহেব দোয়ার মাধ্যমে এ দোয়া মাহফিল শেষ করেন।
এবং শেষ পর্যায়ে হালকা মিষ্টি মুখ করে এ দোয়া মাহফিলের কার্যক্রম শেষ হয়।

সাকিব সুলতান, নড়াইল জেলা প্রতিনিধি 



















