বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজার তত্ত্বাবধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আলীকদম উপজেলা বিএনপি পরিবারের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সম্মানিত সদস্য ও আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব মাশুক আহমেদ। এছাড়া ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জুলফিকার আলি ভুট্টো, সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মনসুর আলম এবং জনাব আব্দুল হামিদ।
অনুষ্ঠানে আলীকদম উপজেলা বিএনপির পরিবার, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ফরহাদ আহমদ সজল, বান্দরবান 



















