০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

জাবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৯শে নভেম্বর) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল সংলগ্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়ার আয়োজন সম্পর্কে শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আলিফ বলেন, গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন নেত্রী খালেদা জিয়া দেশের ক্রান্তিলগ্নের সময় বারবার সংগ্রামী ভূমিকা দেখিয়েছেন। ভবিষ্যতেও গণতন্ত্র পুণরুদ্ধারে তার সুস্থতা প্রয়োজন। এ কারণে ম্যাডামের সুস্থতা এখন সমগ্র দেশবাসীর চাওয়া। তাই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি।

শহীদ সালাম-বরকত হল ছাত্রদল সভাপতি সাইদুল ইসলাম বলেন,“সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আজকের এই আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নিতে পেরে আমি কৃতজ্ঞ। দেশনেত্রীর দীর্ঘদিনের অসুস্থতা আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং সুস্থ হয়ে দেশ ও জাতির কল্যাণে তার ভূমিকা রাখতে পারেন। এই মিলাদের আয়োজনে সহযোগিতা করার জন্য সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই।

উক্ত দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের সভাপতি মোঃ সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আলিফ।

এছাড়াও আহবায়ক কমিটির সদস্য শিমুল, সাজ্জাদসহ হল ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বরিশাল-৪ আসনে হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়েরের মনোনয়ন জমা

জাবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

প্রকাশের সময় : ১০:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৯শে নভেম্বর) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল সংলগ্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়ার আয়োজন সম্পর্কে শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আলিফ বলেন, গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন নেত্রী খালেদা জিয়া দেশের ক্রান্তিলগ্নের সময় বারবার সংগ্রামী ভূমিকা দেখিয়েছেন। ভবিষ্যতেও গণতন্ত্র পুণরুদ্ধারে তার সুস্থতা প্রয়োজন। এ কারণে ম্যাডামের সুস্থতা এখন সমগ্র দেশবাসীর চাওয়া। তাই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি।

শহীদ সালাম-বরকত হল ছাত্রদল সভাপতি সাইদুল ইসলাম বলেন,“সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আজকের এই আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নিতে পেরে আমি কৃতজ্ঞ। দেশনেত্রীর দীর্ঘদিনের অসুস্থতা আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং সুস্থ হয়ে দেশ ও জাতির কল্যাণে তার ভূমিকা রাখতে পারেন। এই মিলাদের আয়োজনে সহযোগিতা করার জন্য সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই।

উক্ত দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের সভাপতি মোঃ সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আলিফ।

এছাড়াও আহবায়ক কমিটির সদস্য শিমুল, সাজ্জাদসহ হল ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।