বান্দরবানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জিয়া সাইবর ফোর্স–জেডসিএফ, বান্দরবানের আয়োজনে এবং বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজার সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবিদুর রহমান, জেলা বিএনপির আহবায়ক সদস্য ও পিপি এডভোকেট আলমগীর চৌধুরী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শফিউল্লাহ শফি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোরশেদ বিন ওমর, পৌর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফিরোজ, কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মামুন মজুমদার, জিয়া সাইবার ফোর্স বান্দরবান জেলার সিনিয়র সহ-সভাপতি রনি দাস, সহ-সভাপতি মোহাম্মদ এনাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুবসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, রোগমুক্তি এবং দেশের শান্তি–সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। একটি রাজনৈতিক পরিবারের দায়িত্ববোধ, আন্তরিকতা ও দেশনেত্রীর প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ হিসেবে দোয়া মাহফিলটি বিশেষভাবে আলোচিত হয়।

ফরহাদ আহমদ সজল, বান্দরবান 



















