বগুড়ার সারিয়াকান্দিতে স্বর্ণলতা উন্নয়নশীল ক্লাবের উদ্যোগে ভেলাবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড নাইট শো ফুটবল টুনামেন্ট-২০২৫ (সিজন-০২) উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) ঈশার নামাজের পর সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বর্ণলতা উন্নয়নশীল ক্লাবের আয়োজনে এ খেলার উদ্বোধন করা হয়। সার্বিক সহযোগীতায় ছিলেন ভেলাবাড়ী ইউনিয়ন যুবদল নেতা আবু তাহের (লিটন)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেন অন্তর ০৭ একাদশ বনাম রবিন জুনিয়র একাদশ। রবিন জুনিয়র একাদশ ৩-০ গোলে অন্তর ০৭ একাদশকে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভেলাবাড়ী ইউনিয়ন যুবদল আহবায়ক আব্দুর রহিম টিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- চাঁদের আলো সমবায় সমিতি লিমিটেড পরিচালক ও ইউপি সদস্য মোঃ মহিদুল হাসান, সোনাপুর জামে মসজিদ ক্যাশিয়ার ছাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মানিক ইসলাম,ভেলাবাড়ি ইউনিয়ন যুবদল যুগ্ম-আহবায়ক সুবেল উদ্দিন,সাফল্য এনজিও নির্বাহী পরিচালক ও বগুড়া জেলা যুব পরিষদ সহ-সভাপতি আসাদুল ইসলাম এরশাদ,পারবেজ রহমান (লাল মিয়া), জাকির হোসেন (জামিল), আল-আমিন (জেবু),বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন,”খেলাধুলায় মাধ্যমে একটি শক্তিশালী সামাজিক কাঠামো গড়ে ওঠে। খেলাধুলা শুধু শরীরকেই সুস্থ রাখে না, এটি মানসিক চাপ কমাতেও সাহায্য করে। নিয়মিত খেলাধুলা করলে মানুষের মন ভালো থাকে এবং মাদকের প্রতি আসক্তি কমে আসে।
০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
সারিয়াকান্দিতে স্বর্ণলতা উন্নয়নশীল ক্লাবের উদ্যোগে নাইট শো ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
-
পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার - প্রকাশের সময় : ১০:৩৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- 92
জনপ্রিয়





















