০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

বান্দরবানে জাসসের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বান্দরবানে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বান্দরবান জেলা শাখার আয়োজনে জেলা সদরের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান হয়।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া পরিচালনা করেন বান্দরবান স্টেডিয়াম জামে মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ।

জাসাসের জেলা আহ্বায়ক আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি বান্দরবান জেলার যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন তুষার।
বক্তারা বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং দীর্ঘ সময় নির্যাতনের মধ্যেও গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন। তারা আগামীতেও দেশ ও জাতির কল্যাণে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

জনপ্রিয়

বরিশাল-৪ আসনে হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়েরের মনোনয়ন জমা

বান্দরবানে জাসসের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

প্রকাশের সময় : ০৯:১৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বান্দরবানে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বান্দরবান জেলা শাখার আয়োজনে জেলা সদরের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান হয়।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া পরিচালনা করেন বান্দরবান স্টেডিয়াম জামে মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ।

জাসাসের জেলা আহ্বায়ক আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি বান্দরবান জেলার যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন তুষার।
বক্তারা বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং দীর্ঘ সময় নির্যাতনের মধ্যেও গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন। তারা আগামীতেও দেশ ও জাতির কল্যাণে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।