০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

প্যারোলে মুক্তি পেয়ে বড় ভাইয়ের জানাজায় সাবেক মেয়র নজরুল

বড় ভাই পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছামিউল হক সওদাগর ছানু’র জানাজায় অংশ নেওয়ার জন্য ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর।

বৃহস্পতিবার (২৭ ন‌ভেম্বর) দুপুর ৩টায় জামালপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি পুলিশ পাহারায় বড় ভাইয়ের জানাজায় অংশ নেন।

জানাজা শেষে বিকেল ৬টার দিকে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

নজরুল ইসলাম সওদাগরের বড় ভাই ছা‌মিউল হক সওদাগর ছানু বুধবার রাত ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেষবারের মতো বড় ভাইয়ের মুখ দেখা ও জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানানো হয়েছিল। এরপর আদালতের নির্দেশে পুলিশ পাহারায় নজরুল ইসলাম সওদাগরকে বকশীগঞ্জ পৌর এলাকার সওদাগর পাড়ায় জানাজার জন্য নিয়ে আসা হয়।

বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ এই বিষয়ে নিশ্চিত করে জানান- আদালতের নির্দেশে সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর তাঁর বড় ভাইয়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। জানাজা শেষে তাঁকে নির্ধারিত সময়েই আবার কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১২ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে রিপন হত্যা ও নাশকতার মামলা রয়েছে।

জনপ্রিয়

বরিশাল-৪ আসনে হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়েরের মনোনয়ন জমা

প্যারোলে মুক্তি পেয়ে বড় ভাইয়ের জানাজায় সাবেক মেয়র নজরুল

প্রকাশের সময় : ১০:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

বড় ভাই পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছামিউল হক সওদাগর ছানু’র জানাজায় অংশ নেওয়ার জন্য ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর।

বৃহস্পতিবার (২৭ ন‌ভেম্বর) দুপুর ৩টায় জামালপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি পুলিশ পাহারায় বড় ভাইয়ের জানাজায় অংশ নেন।

জানাজা শেষে বিকেল ৬টার দিকে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

নজরুল ইসলাম সওদাগরের বড় ভাই ছা‌মিউল হক সওদাগর ছানু বুধবার রাত ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেষবারের মতো বড় ভাইয়ের মুখ দেখা ও জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানানো হয়েছিল। এরপর আদালতের নির্দেশে পুলিশ পাহারায় নজরুল ইসলাম সওদাগরকে বকশীগঞ্জ পৌর এলাকার সওদাগর পাড়ায় জানাজার জন্য নিয়ে আসা হয়।

বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ এই বিষয়ে নিশ্চিত করে জানান- আদালতের নির্দেশে সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর তাঁর বড় ভাইয়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। জানাজা শেষে তাঁকে নির্ধারিত সময়েই আবার কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১২ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে রিপন হত্যা ও নাশকতার মামলা রয়েছে।