আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯ নং রাঙামাটি আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক–এর প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে তৃণমূল পর্যায়ে নির্বাচনী প্রচারণা জোরদার করতে বাঘাইছড়িতে লিফলেট বিতরণ, পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কাঁচালং বাজার কেন্দ্রিক বুধবার (২৬ নভেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন বিকাল ৪টার দিকে কাঁচালং প্রধান বাজার চত্বরে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা সমবেত হন। সমাবেশস্থলে উপস্থিত কর্মীদের স্লোগান, ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীকে সাজানো পরিবেশে পুরো বাজার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের হয়ে পৌরসভার ৫ নং ওয়ার্ড এলাকার বিভিন্ন সড়ক, গ্রামের পাড়া–মহল্লা এবং বসতবাড়িতে গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট ও প্রচারণা সামগ্রী তুলে দেওয়া হয়।

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি(রাঙামাটি) প্রতিনিধি 



















