জাতীয় নাগরিক পার্টি-এনসিপি লামা উপজেলার সহযোগিতায় লামা ক্রিকেট উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত আন্তঃলামা উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন এনসিপি বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী জনাব মোঃ শহীদুর রহমান সোহেল। তিনি তাঁর বক্তব্যে বলেন, তরুণরাই জাতির ভবিষ্যৎ, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে উজ্জীবিত হয়। এনসিপি সবসময় তরুণদের উন্নয়ন এবং খেলাধুলার প্রসারে কাজ করে যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি বান্দরবান জেলার সম্মানিত যুগ্ম সমন্বয়কারী বৃন্দ— জনাব তপন মারমা, জনাব খালেদ মোশাররফ হোসেন মাসুদ, জনাব আবদুল্লাহ আল মামুন, জনাব এসিং মারমা, জনাব আশরাফুল ইসলাম এবং জনাব অংথুই। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও জেলা সদস্য জনাব রাশেদুল হাসান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা সদস্য গোলাম মোস্তফা মাসুদ। তাঁরা সবাই খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মানবিক, দায়িত্বশীল ও দেশগঠনের কাজে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি লামা উপজেলার প্রধান সমন্বয়কারী জনাব নাজমুল হাসান এবং সঞ্চালনায় ছিলেন লামা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী জনাব মোঃ আবদুল করিম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জার্সি ও ট্রফি উন্মোচন করেন এবং খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করে নানাবিধ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে— খেলাধুলার উন্নয়ন মানেই একটি সুস্থ, শক্তিশালী ও গঠনমূলক সমাজ নির্মাণ। পাহাড় ও সমতলের সব তরুণ যেন সমান সুযোগ পায়, সেদিকে দলের অঙ্গীকার সবসময় দৃঢ়।

মোহাম্মদ হাবীব উল্লাহ , আলীকদম,বান্দরবান প্রতিনিধি 



















