০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

গোবিন্দগঞ্জে ত্যাগী ও নির্যাতিত নেতাদের মনোনয়ন দাবিতে বিএনপির বিক্ষোভ

গোবিন্দগঞ্জে নির্যাতিত, জনসম্পৃক্ত ও ত্যাগী নেতাদের মাঝে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বিএনপির হাজারো নেতাকর্মীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা স্লোগান দেন—
“১/১১ সংস্কারপন্থী মানি না, মানবো না”, “গোবিন্দগঞ্জ আসনে সংস্কারপন্থীর ঠাঁই নাই”, “গাইবান্ধা-৪ আসনে প্রার্থী পরিবর্তন চাই”, “ত্যাগীদের মধ্যে মনোনয়ন দিতে হবে”—ইত্যাদি।

গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক এজিএস রেজাউল করিম মন্ডলের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, আতিকুর রহমান রিপন, আনামত আলীসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিগত ১৬ বছর ধরে যারা মামলা-হামলা, নির্যাতন মোকাবিলা করেছেন, মাঠে-ঘাটে দলের রাজনীতি চালিয়ে গেছেন এবং জনসম্পৃক্ত ও ত্যাগী হিসেবে পরিচিত—এমন নেতাদের মধ্য থেকে গাইবান্ধা-৪ আসনে চূড়ান্ত মনোনয়ন দিতে হবে।

তারা অভিযোগ করেন, সংস্কারপন্থী ও বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হলে দলীয় নেতাকর্মীদের মাঝে হতাশা তৈরি হবে এবং নির্বাচনী মাঠে নেতিবাচক প্রভাব পড়বে। তাই প্রার্থী ঘোষণা পুনর্বিবেচনার দাবি জানান বক্তারা।

জনপ্রিয়

জাবিতে চ্যাটজিপিটির সাহায্যে চান্স, পরবর্তী ইউনিটের পরীক্ষায় ধরা পড়ল শিক্ষার্থী

গোবিন্দগঞ্জে ত্যাগী ও নির্যাতিত নেতাদের মনোনয়ন দাবিতে বিএনপির বিক্ষোভ

প্রকাশের সময় : ০৯:৪০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

গোবিন্দগঞ্জে নির্যাতিত, জনসম্পৃক্ত ও ত্যাগী নেতাদের মাঝে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বিএনপির হাজারো নেতাকর্মীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা স্লোগান দেন—
“১/১১ সংস্কারপন্থী মানি না, মানবো না”, “গোবিন্দগঞ্জ আসনে সংস্কারপন্থীর ঠাঁই নাই”, “গাইবান্ধা-৪ আসনে প্রার্থী পরিবর্তন চাই”, “ত্যাগীদের মধ্যে মনোনয়ন দিতে হবে”—ইত্যাদি।

গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক এজিএস রেজাউল করিম মন্ডলের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, আতিকুর রহমান রিপন, আনামত আলীসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিগত ১৬ বছর ধরে যারা মামলা-হামলা, নির্যাতন মোকাবিলা করেছেন, মাঠে-ঘাটে দলের রাজনীতি চালিয়ে গেছেন এবং জনসম্পৃক্ত ও ত্যাগী হিসেবে পরিচিত—এমন নেতাদের মধ্য থেকে গাইবান্ধা-৪ আসনে চূড়ান্ত মনোনয়ন দিতে হবে।

তারা অভিযোগ করেন, সংস্কারপন্থী ও বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হলে দলীয় নেতাকর্মীদের মাঝে হতাশা তৈরি হবে এবং নির্বাচনী মাঠে নেতিবাচক প্রভাব পড়বে। তাই প্রার্থী ঘোষণা পুনর্বিবেচনার দাবি জানান বক্তারা।