মাদারীপুর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী মিল্টন বৈদ্যকে প্রার্থী করার দাবিতে এক বিশাল গণমিছিলের আয়োজন করেছে স্থানীয় বিএনপি এবং এর সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এই কর্মসূচিতে দল-মত নির্বিশেষে সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মিল্টন বৈদ্যের পক্ষে তাদের একাত্মতা প্রকাশ করেন।
মনোনয়ন দাবির এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির একাধিক বর্ষীয়ান নেতা। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক তাজুল মাতূব্বর, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফকু, এবং মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান দুলাল। এছাড়াও স্থানীয় পর্যায়ে দলের অন্যান্য নেতৃবৃন্দরা এই গণসমাবেশে উপস্থিত ছিলেন, যা কর্মসূচির গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেয়।
এ সময় মাদারীপুর-২ আসনের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক নারী ও পুরুষ সাধারণ নাগরিক হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে আসেন। তারা বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে তাদের প্রিয় নেতা মিল্টন বৈদ্যকে অবিলম্বে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির হাইকমান্ডের কাছে জোরালো দাবি জানান। জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে স্থানীয় রাজনীতিতে তার অবস্থান ও জনসমর্থন অত্যন্ত শক্তিশালী।
নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেন যে দল জনগণের এই দাবিকে সম্মান জানাবে এবং মিল্টন বৈদ্যকে প্রার্থী করে মাদারীপুর-২ আসনটি পুনরুদ্ধারের জন্য সুনিশ্চিত পদক্ষেপ নেবে।

অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি 





















