রামগতি-কমলনগর উপকূলীয় জনপদ রক্ষায় প্রস্তাবিত ৩১শ কোটি টাকার নদীবাঁধ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে হাজারো মানুষের উপস্থিতিতে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপকূলবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি—নদীভাঙন প্রতিরোধ ও টেকসই বাঁধ নির্মাণ—এ দাবিকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ সংসদীয় আসনের সম্ভাব্য সকল এমপি প্রার্থী ও সুধীজনদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্জ্ব এ.বি.এম আশরাফ উদ্দিন নিজান।
তিনি বলেন, “রামগতি-কমলনগরের মানুষের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা রক্ষায় নদীবাঁধ এখন আর বিলম্বের বিষয় নয়, এটি জীবন-জীবিকার প্রশ্ন।” তিনি প্রকল্পটি বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভূমিকার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনজামায়াত ইসলামী মনোনীত লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের এমপি প্রার্থী জনাব এ. আর. হাফিজ উল্লাহ।
তিনি বলেন, “উপকূলের মানুষের চোখের জল থামাতে টেকসই নদীবাঁধ নির্মাণ জরুরি। দল-মত নির্বিশেষে এই দাবিকে বাস্তবায়ন করতে হবে।”
অন্য বক্তারা নদীভাঙনের ভয়াবহতা ও ক্ষতির চিত্র তুলে ধরে অবিলম্বে প্রকল্পের কাজ শুরু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

আবু সালমান , লক্ষ্মীপুর 





















