ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার সাসলাপিয়ালা মিলপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে তানজিলা আক্তার রিপু (২০) নামে পাঁচ মাসের অন্তঃসত্তা এক তরুণী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ১২ নভেম্বর রাতে আনুমানিক ১২টার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তানজিলার বাবা আনোয়ার ইসলাম ভূল্লী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ তানজিলা পীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। দুই বছর আগে তাঁর বিয়ে হয় রায়হান কবির (২৫)-এর সঙ্গে, যিনি লালমনিরহাট পল্লী বিদ্যুৎ-এ চাকরি করেন।
পরিবার জানায়, ঘটনার রাতে তানজিলা স্বামীর বাড়িতেই ছিলেন। রাত গভীর হলেও তাঁকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি করেন। কিন্তু সম্ভাব্য কোনো স্থানেই তাঁর সন্ধান মেলেনি।
স্বামী রায়হান কবির বলেন, “আমি চাকরির কারণে লালমনিরহাটে থাকি। ঘটনার রাতে বাড়িতে ছিলাম না। সকালে খবর পেয়ে এসে দেখি—আমার স্ত্রী নেই। ঘরের আলমারি থেকে তাঁর কাপড়চোপড়, গয়না, এমনকি প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসও নেই। আমরা অনেক খোঁজ করেছি, কিন্তু কোনো হদিস পাইনি। পাঁচ মাসের অন্তঃসত্তা হওয়ায় আমরা খুবই দুশ্চিন্তায় আছি।”
তানজিলার বাবা আনোয়ার ইসলাম উদ্বেগ প্রকাশ করে বলেন, “আমার অন্তঃসত্তা মেয়েটা হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে যাবে—এটা মানতে পারছি না। আশপাশে খুঁজেও কোনো খবর পাইনি। মেয়ের নিরাপত্তা নিয়ে আমরা ভীষণ চিন্তিত।”
নিখোঁজের মায়েরও একই উদ্বেগ— “মেয়ের শরীর ভালো ছিল না। সে নিজে থেকে কোথাও যেতে পারে না। দিন কাটছে দুশ্চিন্তায়। কেউ কোনো তথ্য দিলে উপকার হয়।”
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, “নিখোঁজ সংক্রান্ত একটি জিডি হয়েছে। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। সম্ভাব্য সব স্থানে অনুসন্ধান ও অভিযান চলছে। আশা করছি দ্রুত তানজিলাকে উদ্ধার করতে পারবো।”
তিনি আরও জানান, পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। নিখোঁজ তানজিলা আক্তারের সন্ধানে সমাজের সচেতন মহলকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন পরিবার।

নাজিমুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি 



















