বরগুনার আমতলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে ব্যাপক গণযোগদান অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষে মনোনীত বরগুনা-১ আসনের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা এবং জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন এর উপস্থিতিতে আয়োজিত সংযোগ ও মতবিনিময় সভায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পাঁচ শতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেন।
যোগদানকারীরা বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা, ভোটাধিকার ফেরত পাওয়া এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা থেকেই তারা ধানের শীষের পাশে দাঁড়িয়েছেন। তাদের বিশ্বাস— জনগণের অধিকার নিশ্চিত করতে বিএনপি আপসহীন অবস্থানে রয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মোল্লা বলেন, “বিএনপি মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার রাজনীতি করে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ আজ পরিবর্তন চায়। এই গণসমর্থন আমাদের শক্তি ও সাহস আরও বাড়িয়ে দিয়েছে।”
জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন বলেন, “মানুষ আজ সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছে। ধানের শীষ সেই আশা ও পরিবর্তনের প্রতীক। জনগণের সমর্থনই আমাদের বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাবে।”
সংযোগ সভায় আমতলী উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং ছাত্রদলের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
শেষে যোগদানকারীদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

বরগুনা প্রতিনিধি: 




















