সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উনুখাঁ পাগলা পীর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় বিএনপি নেতার তৌহিদুর রহমানের বিরুদ্ধে চার শতাধিক শিক্ষার্থীদের গণস্বাক্ষরে থানায় অভিযোগ দাখিল।
শনিবার (২ নভেম্বর) এ ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে রাশিদুল ইসলাম নামে এক শিক্ষার্থী সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, গত ৩০ অক্টোবর দুপুর ১ টার দিকে উনুখাঁ পাগলা পীর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে। সমাবেশ চলাকালে থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মুক্তিযোদ্ধা খোন্দকার তৌহিদুর রহমান (৬৮) ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, মুক্তিযোদ্ধা খোন্দকার তৌহিদুর রহমান রাজনৈতিক ও মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে সমাবেশকারীদের ছাত্রলীগ ও ছাত্রশিবির আখ্যায়িত করে ফেসবুকে মিথ্যা প্রচার চালান এবং তাদের রাষ্ট্রদ্রোহী হিসেবে উল্লেখ করেন, যা শিক্ষার্থীদের মানসম্মান ক্ষুণ্ণ করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।
এ ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না এতে ক্ষুব্ধ শিক্ষার্থী অভিযোগটি নিয়ে গণমাধ্যম কর্মীদের দেয়। সোমবার (১০ নভেম্বর) বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে অভিযোগকারী রাশিদুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষকদের অনুমতি ছাড়া প্রবেশ করে শিক্ষার্থীদের উদ্দেশে রাজনৈতিক বক্তব্য দেন, ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এ ঘটনায় প্রায় ৪শ জন শিক্ষার্থীরা সলঙ্গা থানা, উল্লাপাড়া উপজেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ প্রদান করেছেন।
অভিযুক্ত রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মুক্তিযোদ্ধা খোন্দকার তৌহিদুর রহমান মুঠোফোনে বলেন, মোবাইল ফোনে কোন কথা বলবো না আপনি আসেন সামনাসামনি কথা হবে। তার বিরুদ্ধে থানায় তিনটি অভিযোগ হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি মুক্তিযোদ্ধা আপনি এসে তদন্ত করেন বলে মুঠোফোনের সংযোগ কেটে দেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, উনুখাঁ পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের ঘটনায় ৪টি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের দাবী এই বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা খোন্দকার তৌহিদুর রহমানকে দ্রুত গ্রেফতার না করা হইলে। মানববন্ধনসহ উত্তরবঙ্গের রাস্তা ব্লকেড কর্মসূচি হাতে নেওয়া হুশিয়ারি দিয়েছেন। শিক্ষার্থীরা আরো বলেন, তিনি গত ৫ আগস্ট সরকার পতনের পর বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে যায়। তিনি বিএনপি নেতা হওয়ায় স্কুলে প্রবেশ করে প্রধান শিক্ষক কে হুমকি প্রধান করেন। এবং স্কুল তার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন।

জলিলুর রহমান জনি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 




















