ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌর এলাকায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান-এর বিলবোর্ড এবং পৌর আহ্বায়ক মকলেচুর রহমান টোকন মিয়ার দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গত শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা পৌর এলাকার মকলেচুর রহমান টোকন মিয়ার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় দোকানের সামনে স্থাপিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের বিলবোর্ডটিও ভেঙে ফেলা হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঝিনাইদহ প্রতিনিধি 




















