০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

বরগুনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বরগুনায় নানা আয়োজনে দিবসটি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সকালে বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৭টায় জেলা বিএনপির উদ্যোগে কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন। এছাড়াও বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি নেতা হাবিবুর রহমান পান্না।

সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন। এ দিনে সৈনিক-জনতার ঐক্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে নতুন দিগন্ত উন্মোচন করেছিল। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বরগুনা জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন,“৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় দিন। জাতীয় ঐক্য ও দেশপ্রেম জাগ্রত করার এই দিনটি আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

আলোচনা সভায় জেলার বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

লকডাউন সফল করো’ স্লোগানে বান্দরবানের লামায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১

বরগুনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:২৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বরগুনায় নানা আয়োজনে দিবসটি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সকালে বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৭টায় জেলা বিএনপির উদ্যোগে কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন। এছাড়াও বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি নেতা হাবিবুর রহমান পান্না।

সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন। এ দিনে সৈনিক-জনতার ঐক্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে নতুন দিগন্ত উন্মোচন করেছিল। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বরগুনা জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন,“৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় দিন। জাতীয় ঐক্য ও দেশপ্রেম জাগ্রত করার এই দিনটি আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

আলোচনা সভায় জেলার বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।