আগামী জাতীয় নির্বাচনে আমরা জোট করবো না, তবে নির্বাচনী সমঝোতা করবো বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৫ নভেম্বর) সকাল সোয়া ৮টায় সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছে এ মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান জানান, ‘আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা- সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত, কাউকে জোর করে যুক্ত করা হবে না। অংশ নিতে না চাইলে তাদের জোর করে যুক্ত করার প্রয়োজনও নেই। আমরা জোট করবো না, তবে নির্বাচনী সমঝোতা করবো।’
গণভোট বিষয়ে পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে রাজনীতি করতে চায় জামায়াতে ইসলামী।’
এ দিকে তৃতীয়বারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে যান ডা. শফিকুর রহমান। সিলেটে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এর আগে বুধবার (৫ নভেম্বর) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভোর থেকেই জড়ো হন দলীয় নেতাকর্মীরা। এরপর সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এ দিকে তার আগমন উপলক্ষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে মহানগর জামায়াত কার্যালয়ে যৌথ প্রস্তুতি সভা করে জেলা ও মহানগর জামায়াত।
এর আগে সৌদি আরবে পবিত্র উমরা পালন শেষে জামায়াত আমির যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্ক সফর করেন। সেখানে সরকারি ও বেসরকারি পর্যায়ের বৈঠক ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন।

এবিএন ডেস্ক 



















