ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।
এমএ হান্নান উপজেলা গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এমএ হান্নান তিতুমীর কলেজ ছাত্রদল এর সাবেক ছাত্রনেতা। গোকর্ণ ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির দুইবারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর তিনি বলেন, দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, আমি সেই আস্থার মর্যাদা রাখতে বদ্ধপরিকর। নাসিরনগরের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য অপেক্ষা করছে। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনব।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা পালন করতে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত আছি। নাসিরনগর বাসীকে আহ্বান জানাই, দলের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আমাদের আন্দোলন ও নির্বাচনী যাত্রাকে সফল করুন।
উল্লেখ্য এযাবৎকালে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে কখনো বিএনপির প্রতীক নিয়ে নির্বাচিত এমপি হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, 



















