আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের সংসদীয় আসনগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম খাঁন বাবুল।
এছাড়াও ফরিদপুরের চারটি আসনের মধ্যে আরও দুইটি আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা করা হয়েছে: ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা) আসনে: বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

ফরিদপুর-৩ (ফরিদপুর সদর) আসনে: মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
তবে, ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা) আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

রানা অর্ণব, ফরিদপুর 



















