বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ২ ই নভেম্বর লন্ডন থেকে সরাসরি লাইভ ভিডিও বার্তায় দলের নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ আহ্বান জানান। তিনি বলেন, দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য ও জনপ্রিয় প্রার্থী থাকলেও বাস্তবতার কারণে সবার মনোনয়ন দেওয়া সম্ভব নয়।
তারেক রহমান বলেন, “ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথে সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকে বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
তিনি স্বীকার করেন, এই সিদ্ধান্তের কারণে কিছু আসনে বিএনপির নিবেদিত ও যোগ্য নেতারা মনোনয়ন বঞ্চিত হতে পারেন। তবে দলের নেতাকর্মীদের প্রতি তার আহ্বান—
“দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাকে মেনে নিন। দয়া করে দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসাবে গণ্য করুন।”
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, “আমি আবারও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই কথাটি স্মরণ করিয়ে দিতে চাই—‘ব্যক্তিত্বের দল বড় দলের চেয়ে বেশ বড়।’”
তারেক রহমানের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, বিএনপি এবারের নির্বাচনে কৌশলগত জোট ও বৃহত্তর গণতান্ত্রিক ঐক্যের রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই একে “দায়িত্বশীল ও দূরদর্শী নেতৃত্বের বার্তা” হিসেবে অভিহিত করেছেন।

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি 



















