জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই অভ্যুত্থানে আন্দোলন কারীদের উপর সরাসরি হামলা ও বিভিন্নভাবে মদদদানকারী নিষিদ্ধ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে।
২৮ অক্টোবর (মঙ্গলবার) ভোর পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের (ডেইরি গেইট) সামনে তারা এ বিক্ষোভ-মিছিল করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান সোহেল এর একটি ফেসবুক পোস্ট এর মাধ্যমে সন্ধ্যার দিকে বিষয়টি সামনে আসে।
এসময় মিছিলে শাখা ছাত্রলীগের সাবেক সহ -সভাপতি এনামুল ও সোহেল রানাকে চিহ্নিত করা গেছে।
এতে ছাত্রলীগের সদস্য রা “হটাও ইউনুস, বাঁচাও দেশ ” লেখা সম্বলিত একটি (নিরাপত্তা শাখার ইউনূস সরকারের ক্যাঙারু কোর্টের প্রহসনমূলক বিচারিক কার্যক্রম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামিম মোল্লা হত্যা ও অবৈধভাবে শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলের প্রতিবাদে তাদের এই বিক্ষোভ।
এ বিষয়ে নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো: জেফরুল হাসান জানান তিনি বিষয়টি ফেসবুক পোস্ট এর মাধ্যমেই জানতে পেরেছেন। এরপর গত রাতে প্রধান ফটকের সিকিউরিটি গার্ডের দায়িত্বে থাকা রাসেল বলেন আজ ভোর পাঁচটার দিকে একটি মাইক্রোতে ছাত্রলীগের সদস্যরা এ বিক্ষোভে আসেন। এবং খুব দ্রুতই স্থান ত্যাগ করে চলে যায়।
তিনি আরও জানান, প্রক্টর এ.কে.এম. রাশিদুল আলম সিকিউরিটি গার্ড কেন নিরাপত্তা শাখায় অবহিত করেননি, এ বিষয়ে লিখিত কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

আশিকুল ইসলাম, জাবি প্রতিনিধি 



















