চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ্ব এম এ হান্নানকে দেখতে চেয়ে ফরিদগঞ্জে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকাল তিনটায় ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে কড়ৈতলী চৌরাস্তা থেকে শুরু হয়ে আনন্দবাজার পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে আনন্দবাজারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সমন্বয়ক ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল।
সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফারুক আহম্মেদ মিয়াজী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মোক্তার আহম্মেদ খন্দকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য লোকমান হোসেন দর্জি, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ সায়েদ খান, সহ-সভাপতি কাজী ইকবাল হোসেন পিন্টু, সহ-সভাপতি মোঃ হারুন ঢালী, ফরিদগঞ্জ উপজেলা মহিলা দলের সদস্য সচিব আমেনা বেগম, এবং ইউনিয়ন বিএনপি’র যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও ওয়ার্ড বিএনপি’র নেতারা।
শোভাযাত্রায় শত শত মোটরসাইকেল অংশ নেয়, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
নেতৃবৃন্দ বলেন, ফরিদগঞ্জবাসীর প্রিয় নেতা আলহাজ্ব এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকে দেখতে চান তারা, এবং তার নেতৃত্বেই ফরিদগঞ্জে বিএনপি আরও শক্তিশালী হবে।
০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
ফরিদগঞ্জে বিএনপি নেতা এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকে দেখতে চাই:
ফরিদগঞ্জে বিএনপি’র মোটরসাইকেল শোভাযাত্রা
-
নাঈম হোসেন পলোয়ান,ফরিদগঞ্জ - প্রকাশের সময় : ০৮:১৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- 38
জনপ্রিয়





















