গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) বেলা বারোটায় বর্ণাঢ্য একটি র্যা লি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্ত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
এতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যা লিতে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির সাধরণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, স্বেচছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব খান, সদস্য সচিব মাসুদ তালুকদারসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, যুবদল গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।
এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
কোটালীপাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
-
মনিরুজ্জামান শেখ জুয়েল, গোপালগঞ্জ প্রতিনিধি: - প্রকাশের সময় : ০৬:৩২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- 41
জনপ্রিয়





















