গোপালগঞ্জের কোটালীপাড়ায় ” জনতার অধিকার , আমাদের অঙ্গিকার” স্লোগান নিয়ে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে দলের চতুর্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোটালীপাড় উপজেলা শাখার আয়োজনে মটর শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের উপজেলা শাখার আহবায়ক ও গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আবুল বাশার দাড়িয়া।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ এর সামনে থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে তারাশী বাস স্ট্যান্ডে গণঅধিকার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে গণঅধিকার পরিষদের উপজেলা শাখার আহবায়ক ও গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আবুল বাশার দাড়িয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল দাড়িয়া, সদস্য সচিব সোহেল হাজরা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আমিনুল ইসলাম জুয়েলসহ সিনিয়র নেতৃবৃন্দ।
গণঅধিকার পরিষদের উপজেলা শাখার আহবায়ক ও গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আবুল বাশার দাড়িয়া বলেন, উপজেলাসহ সকল নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবে গণঅধিকার পরিষদ। আমরা আশাবাদী আমরা মানুষের অধিকার আদায়ের জন্য সবসময় যেভাবে রাজপথে ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যৎ তে ও রাজপথে থাকবো। গণঅধিকার পরিষদকে কোটালীপাড়ায় শক্তিশালী করতে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
কোটালীপাড়ায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মটর শোভাযাত্রা অনুষ্ঠিত
-
মনিরুজ্জামান শেখ জুয়েল, গোপালগঞ্জ - প্রকাশের সময় : ০৫:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- 57
জনপ্রিয়





















