বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী জেলা কমিটির প্রাক্তন সভাপতি জুয়েল আহমদ ইন্তেকাল করেছেন — ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যু সংবাদে গভীর শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী, শুভানুধ্যায়ী এবং রাজশাহীর সাংবাদিক মহলে।
জুয়েল আহমদ রাজশাহীর সাংবাদিক অঙ্গনে ছিলেন এক প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি ছিলেন এক অনুকরণীয় দৃষ্টান্ত।
তাঁর মৃত্যু সাংবাদিক সমাজে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। সহকর্মীরা বলেছেন, “তিনি ছিলেন নির্ভীক, সত্যনিষ্ঠ ও সদালাপী এক সাংবাদিক, যাঁর অবদান রাজশাহীর সাংবাদিক সমাজ চিরদিন স্মরণ করবে।”
এবিএন টিভির পক্ষ থেকে শোকবার্তা:
এবিএন টিভি পরিবার গভীর শোক প্রকাশ করছি।
আমরা মরহুম জুয়েল আহমদ-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন — আমিন।

এবিএন ডেস্ক 
























