আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নালিতাবাড়ী–নকলা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মু. গোলাম কিবরিয়া (ভিপি)-এর নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলার ২নং নুন্নী ইউনিয়নের বনকুড়া চৌরাস্তা বাজারে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে অনুষ্ঠিত ওই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মু. গোলাম কিবরিয়া (ভিপি) আগত জনগণের উদ্দেশ্যে বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে আসছে। আমরা চাই দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষিত ও আল্লাহভীতিসম্পন্ন নেতৃত্ব, এবং ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা।”
তিনি আরও বলেন, “দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করছে। আমরা চাই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে এবং আল্লাহভীতিসম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে।”
সভায় উপস্থিত বক্তারা বলেন, “ইসলামই শান্তি ও কল্যাণের একমাত্র পথ। মানুষের কল্যাণ, শিক্ষা ও সততার রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার। আমরা জনগণের পাশে আছি; ইনশাআল্লাহ, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে জনগণকেই শক্তি হিসেবে নিয়েই আমরা এগিয়ে যাব।”
পথসভায় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, ওলামা সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক তরুণ সমর্থক উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন — মাষ্টার আলহাজ্ব মোঃ মঈন উদ্দিন, মোঃ আলো সাইফল্লাহ, ইঞ্জিনিয়ার মাওলানা মোঃ খালিদ সাইফুল্লাহ, মোঃ সাখাওয়াত হোসেন, মাওলানা মোঃ সাইফুল্লা, মোঃ ওমর ফারুক, মাওলানা মোঃ খোরশেদ আলম, ডা: মোঃ জয়নাল আবেদীন, ডা: মোঃ মিজানুর রহমান, মাওলানা মোঃ আহসান উল্লাহ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ ইসলামী আদর্শে পরিচালিত সমাজ ও রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ রক্ষায় সকলকে সচেতন থাকার পরামর্শ দেন।
শেষে মু. গোলাম কিবরিয়ার পক্ষ থেকে আগত জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করা হয়।

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি 

























