আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নালিতাবাড়ি–নকলা) আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মো. আবদুল্লাহ বাদশা ২৪ অক্টোবর (শক্রুবার) রাতে নালিতাবাড়ী উপজেলার ৮নং রূপনারায়ণ কুড়া ইউনিয়নের মির্জা বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগ চলাকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, “এবি পার্টি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সৎ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির অত্র ইউনিয়নের ৬নং ওয়ার্ড সভাপতি জনাব শামসুদ্দিন, যুব পার্টির সেক্রেটারি তাজুল ইসলাম, ২নং ওয়ার্ডের এবি শ্রমিক পার্টির সভাপতি বায়েজিদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ।
স্থানীয় জনগণ এবি পার্টির এই গণসংযোগকে স্বাগত জানিয়ে বলেন, তারা পরিবর্তনের রাজনীতি দেখতে চান — যেখানে সেবা, সততা ও দেশপ্রেম হবে মূল ভিত্তি।

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি 



















