লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার রাতঃ৯.৩০ কালীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসভা। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এ সমাবেশে বিপুল সংখ্যক জনতার ঢল নামে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রোকন উদ্দিন বাবুল, সহ-সভাপতি, জেলা বিএনপি, লালমনিরহাট।
সভাপতিত্ব করেন বাবু বিধান চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম-আহবায়ক, কালীগঞ্জ উপজেলা বিএনপি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জাতির মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।”
সভাপতি বাবু বিধান চন্দ্র রায় বলেন, “কালীগঞ্জের প্রতিটি ঘরে ঘরে আজ পরিবর্তনের প্রত্যাশা। জনগণ আর অনিয়ম ও দুর্নীতির শাসন দেখতে চায় না। বিএনপি সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।”
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার দেশে গণতন্ত্রকে হত্যা করেছে, প্রশাসনকে দলীয়করণ করেছে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তাঁরা অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবি করেন।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পুরো মাঠ জনতার ঢলে পরিপূর্ণ হয়ে উঠে।
শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।
০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
কালীগঞ্জে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশ
-
ওয়াদুদ আহমেদ মিলু, স্টাফ রিপোর্টার - প্রকাশের সময় : ০৯:৫০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- 52
জনপ্রিয়





















