লালমনিরহাটের সদর উপজেলার হারাটি ইউনিয়নের স্বতি নদীর ওপর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে একটি সেতু নির্মাণ করা হয়েছে।
বুধবার বিকেলে সেতুটির উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উদ্বোধন শেষে নদীর পাড়ে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় আসলে এখানে একটি পাকা সেতু নির্মাণ করা হবে। আজ লালমনিরহাট জেলা যুবদল নিজেদের অর্থায়নে যে বাঁশের সেতু তৈরি করেছে, তা সারা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি জেলা যুবদলকে ধন্যবাদ জানাই। কাঁধে কাঁধ মিলিয়ে আগামী বাংলাদেশ গঠনে যুবদল একটি যুগান্তকারী ভূমিকা রাখছে। কথা দিচ্ছি, আমাকে আপনারা আগামী নির্বাচনে ভোট দিয়ে দায়িত্ব দিন—সবার আগে এই নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ করে দেব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিছ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী, যুবদলের সদস্য সচিব হাসান আলীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

রশিদুল ইসলাম রিপন 



















