শেরপুরের শ্রীবরদীতে বিএনপির আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে কাকিলাকুড়া গড়খোলা বাজারে এ আলোচনা সভা ওকর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান পিটারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জামায়াতে ইসলামী অংশ গ্রহণ করবে। তারা ভোটের জন্য জনগণকে ইসলামের কথা বলে আকৃষ্ট করছে। তাদের স্বার্থ উদ্ধার করার জন্য। দেশে তাদের অনেক লাভজনক প্রতিষ্ঠান আছে সেগুলোতে তাদের দলের লোক ছাড়া অন্য কাউকে চাকরি দেয় না। এছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে তাদের কর্মকান্ড প্রশ্নবিদ্ধ। কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীম আলী মাস্টার ও সাবেক যুবদল সভাপতি তানভীর আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুননবী ফজু।
এসময় তার সফর অন্যানের মাঝে উপস্থিত ছিলেন রাণীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ তালুকদার,
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ রেজুয়ান উল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফি,
কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব টুটুল, তাঁতীদল সভাপতি গোলাম কিবরিয়া, যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি 



















