১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

গোলাম পরওয়ারের বক্তব্য ‘ঔদ্ধত্যপূর্ণ ও অসদাচরণ’ — এনসিপি

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • 78

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাম্প্রতিক বক্তব্যকে ‘অসৌজন্যমূলক’ ও ‘রাজনৈতিক ঔদ্ধত্য’ হিসেবে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলছেন, জামায়াতের একজন সিনিয়র নেতার কাছ থেকে এমন মন্তব্য আশানুরূপ নয়।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সাতক্ষীরায় এক দলীয় সমাবেশে গোলাম পরওয়ার বলেন, ‘একটা দল ফেসবুকে লিখেছে তারা সংস্কার বা অভ্যুত্থানে ভূমিকা রাখেনি। তারা নতুন ছাত্রদের দল। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে অনেক দূর যেতে হবে।’

এই বক্তব্য ঘিরেই মূলত উত্তেজনা সৃষ্টি হয়। এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘এই বক্তব্য শুধু অসৌজন্যমূলক নয়, বরং ঔদ্ধত্যপূর্ণ। বয়সে তিনি আমাদের বাবা-দাদার মতো, তার কাছ থেকে এমন বক্তব্য আমরা প্রত্যাশা করি না।’

এনসিপির আরেক নেতা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘‘কারও ‘বাপ’ হওয়ার দাবি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সমস্যা। গণঅভ্যুত্থানই এই সময়ের সব রাজনৈতিক দলের উৎস। সেই সময় জামায়াতও অংশ নিয়েছে, তাই এখন নিজেদের নেতৃত্ব দাবি করা বালখিল্যতা।’’

এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে জামায়াতের পিআর ভিত্তিক আন্দোলনকে ‘রাজনৈতিক প্রতারণা’ বলেন। তিনি অভিযোগ করেন, এই আন্দোলনের মাধ্যমে মূল ইস্যু—রাষ্ট্র পুনর্গঠন ও সংবিধান সংস্কার—থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করা হয়েছে।

এ বক্তব্যের পরই জামায়াতের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া আসে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, রাজনৈতিক বক্তব্যে শিষ্টাচার বজায় রাখা উচিত।

তবে গোলাম পরওয়ারের মন্তব্যকে কিছুটা হালকাভাবে ব্যাখ্যা করে জামায়াতের আরেক নেতা এহসান মাহবুব জোবায়ের বলেন, ‘তিনি বাই দ্য বাই কিছু কথা বলেছেন। কাউকে নির্দিষ্ট করে বলেননি। স্নেহের জায়গা থেকেই বলেছেন।’

এর আগে জামায়াত ও এনসিপির মধ্যে বেশ ভালো সম্পর্ক দেখা গেলেও, সাম্প্রতিক এই বাকবিতণ্ডায় রাজনৈতিক অঙ্গনে দুই দলের মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে।

 

জনপ্রিয়

সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে: আতাউর রহমান সম্ভু

গোলাম পরওয়ারের বক্তব্য ‘ঔদ্ধত্যপূর্ণ ও অসদাচরণ’ — এনসিপি

প্রকাশের সময় : ০৮:০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাম্প্রতিক বক্তব্যকে ‘অসৌজন্যমূলক’ ও ‘রাজনৈতিক ঔদ্ধত্য’ হিসেবে আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলছেন, জামায়াতের একজন সিনিয়র নেতার কাছ থেকে এমন মন্তব্য আশানুরূপ নয়।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সাতক্ষীরায় এক দলীয় সমাবেশে গোলাম পরওয়ার বলেন, ‘একটা দল ফেসবুকে লিখেছে তারা সংস্কার বা অভ্যুত্থানে ভূমিকা রাখেনি। তারা নতুন ছাত্রদের দল। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না। জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে অনেক দূর যেতে হবে।’

এই বক্তব্য ঘিরেই মূলত উত্তেজনা সৃষ্টি হয়। এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘এই বক্তব্য শুধু অসৌজন্যমূলক নয়, বরং ঔদ্ধত্যপূর্ণ। বয়সে তিনি আমাদের বাবা-দাদার মতো, তার কাছ থেকে এমন বক্তব্য আমরা প্রত্যাশা করি না।’

এনসিপির আরেক নেতা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘‘কারও ‘বাপ’ হওয়ার দাবি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সমস্যা। গণঅভ্যুত্থানই এই সময়ের সব রাজনৈতিক দলের উৎস। সেই সময় জামায়াতও অংশ নিয়েছে, তাই এখন নিজেদের নেতৃত্ব দাবি করা বালখিল্যতা।’’

এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে জামায়াতের পিআর ভিত্তিক আন্দোলনকে ‘রাজনৈতিক প্রতারণা’ বলেন। তিনি অভিযোগ করেন, এই আন্দোলনের মাধ্যমে মূল ইস্যু—রাষ্ট্র পুনর্গঠন ও সংবিধান সংস্কার—থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করা হয়েছে।

এ বক্তব্যের পরই জামায়াতের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া আসে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, রাজনৈতিক বক্তব্যে শিষ্টাচার বজায় রাখা উচিত।

তবে গোলাম পরওয়ারের মন্তব্যকে কিছুটা হালকাভাবে ব্যাখ্যা করে জামায়াতের আরেক নেতা এহসান মাহবুব জোবায়ের বলেন, ‘তিনি বাই দ্য বাই কিছু কথা বলেছেন। কাউকে নির্দিষ্ট করে বলেননি। স্নেহের জায়গা থেকেই বলেছেন।’

এর আগে জামায়াত ও এনসিপির মধ্যে বেশ ভালো সম্পর্ক দেখা গেলেও, সাম্প্রতিক এই বাকবিতণ্ডায় রাজনৈতিক অঙ্গনে দুই দলের মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে।