নিবার্চন না হলে বাংলাদেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। রোববার (১৯ অক্টোবর) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই গণ–অভ্যুত্থানে দুই শহীদ আবদুল কাইয়ুম ও আসিফ হোসেনের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য বলেন।
বরকতউল্লা বুলু বলেন, ‘পিআর পদ্ধতির মাধ্যমে যারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে দেশের নির্বাচনকে ব্যাহত করতে চান, তারা প্রকারান্তরে আরেকটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চান। বাংলাদেশে যদি নির্বাচন না হয়, বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না, বাংলাদেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব থাকবে না।’
তিনি বলেন, ‘ভূরাজনীতির কারণে বাংলাদেশ কঠিন সংকটের মুখে রয়েছে। সংকট থেকে উত্তরণ করতে হলে একটি নির্বাচিত সরকার ছাড়া কোনো উপায় নেই। না হলে আমাদের পার্বত্য চট্টগ্রাম থাকবে না, আমাদের চট্টগ্রাম বন্দর থাকবে না।’

এবিএন ডেস্ক 



















