জাকের পার্টির মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি লিয়াকত হোসেন বলেন, যদি ভোট হয় তাহলে জাকের পার্টিতে বৃষ্টির মতো ভোট পড়বে, আর ভোট না হলে আল্লাহর অলৌকিক ক্ষমতায় আসবে জাকের পার্টি।
আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়ার ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে জাকের পার্টির আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদানকালে তিনি এ কথা বলেন।
কোটালীপাড়া উপজেলা জাকের পার্টির সভাপতি বাদশা দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি মৎস্যজীবি ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাকের পার্টির গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি দেলোয়ার হোসেন।
এ সময়জাকের পার্টির নেতা বিভিন্ন পর্যায়ের নেতা মোহাম্মদ সাজ্জাদ হোসেন মিয়া, শাহাদাৎ হোসেন,মাহাবুব রহমান শাহিন, মোল্লা সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান মোল্লা(ফুরু) প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, স্বাধীনতার পরে যারা দেশে সরকার গঠন করেছে,তারা কেউ সঠিক ভাবে দেশ পরিচালনা করতে পারেনি। সততা ও স্বচ্ছতার সাথে দেশে উন্নয়ন শুধু জাকের পার্টিই করতে পারে। তাই আগামী নির্বাচনে আপনারা সবাই গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে দেশের মানুষকে খেদমত করার সুযোগ দিন। তিনি আরও বলেন ক্ষমতার মালিক আল্লাহ, আর ভোটের মালিক আপনারা। জাকের পার্টির চেয়ারম্যান বলেছেন, আমরা ক্ষমতায় আসলে জনগণের আসানুরূপ কাজ করতে না পারলে তিন মাসের মধ্যে পদত্যাগ করবো। এমন কথা জাকের পার্টি ছাড়া অন্য কোন দল বলতে পারে না।
সমাবেশ শেষে বর্ণাঢ্য এক শোভাযাত্রা ডগলাস বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মনিরুজ্জামান শেখ জুয়েল, গোপালগঞ্জ প্রতিনিধি: 



















