গতকাল ওমানের বারকায় এক মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে আমরা এক প্রবাসী ভাইকে হারিয়েছি, যিনি তার নিজ দোকানে যাওয়ার পথেই এক ভয়াবহ গাড়ি দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বেদনাদায়ক এই ঘটনায় নিহত হওয়া ব্যক্তির নাম ছিল কামরুল, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যার হারিয়ে যাওয়ার শোক আজ আমাদের সবার অন্তরে গভীর ভাবে প্রোথিত। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে অবস্থান করছে, যা আমাদের সক্রিয় কল্পনায় মৃত্যুর ব্যথার ছবির প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে রয়েছে। এমন করুণভাবে হারিয়ে যাওয়া কামরুলের ঘটনা শুধু তার পরিবারের জন্য নয়, বরং ওমানে অন্যান্য বাংলাদেশী প্রবাসীদের মধ্যে এক গভীর শোকাবহ অনুভূতি সৃষ্টি করেছে। একের পর এক অকাল মৃত্যুতে তাদের হৃদয়ে দুঃখের ছায়া গাঢ় হচ্ছে। প্রবাসী ভাইয়ের এই মর্মক্রন্দন উত্তীর্ণ সময় নিয়ে স্মরণ করতেও আমরা মনোবল জমাতে পারছি না। আল্লাহ এই ভাইকে আপন পৃবাসে নিরাপত্তা দিয়ে, জান্নাতের সুউচ্চ স্থানে মর্যাদা দান করুন,,,আমীন।

ওমান প্রতিনিধি 

























