গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের মতো জাতীয় পর্যায়ের শোকের ঘটনায় নির্ধারিত দিনে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি না দেওয়ায় প্রশ্ন উঠেছে ওমানে বাংলাদেশ দূতাবাসের ভূমিকা নিয়ে।
সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক কার্যকর থাকার সময় গতকাল দূতাবাসের পক্ষ থেকে কোনো লিখিত শোক বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা দেয় বিভ্রান্তি ও অসন্তোষ। পরদিন আজ দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শোক বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেয়।
তবে শোক কার্যক্রম চলাকালেই দূতাবাসের পক্ষ থেকে সময়মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসায় অনেকেই বিষয়টিকে দায়িত্বহীনতা ও অবহেলার নজির হিসেবে দেখছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ঘটনায় এমন বিলম্ব কূটনৈতিক শিষ্টাচার ও প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবিএন ডেস্ক 























