ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ব’ন্দুক ঠেকিয়ে ১০ টি গরু ডাকাতি করে নিয়ে যায়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে নাওগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কৃষ্ণপুর গ্রামের সুরুজ মিয়ার গোয়াল ঘর থেকে দু’র্বৃত্তরা মাথায় ব’ন্দুক ঠেকানো সহ দেশীয় অ’স্ত্রের ভয় দেখিয়ে ১০ গরু নিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আরো জানা যায় ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে চোরের অত্যাচার বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয়দের মনে আতঙ্কের সৃষ্টি করছে। প্রশাসনকে এর সমাধানে এলাকায় টহল বৃদ্ধির আহ্বান জানান এলাকাবাসী।

নাজমুল হাসান রিপন , ফুলবাড়িয়া 


















