নেত্রকোনার দুর্গাপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নেত্রকোনা জেলা কার্যালয়ের আয়োজনে, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ কামরুল হাসান, এসডিএফের জেলা ব্যবস্থাপক মো: মোশারফ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক আহমেদ তাকি তাহমিদ, জেলা কর্মকর্তা মাসুদা আক্তার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ অমিত দত্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বজলুর রহমান আনসারী, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, সমবায় অফিসার বিজন কান্তি ধর, প্রেসক্লাব সভাপতি মোঃ তোবারক হোসেন খোকন, গ্রাম সমিতির স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির আহবায়ক রোকসানা পান্না, জেসমিন আক্তার, নাজমা আক্তার, নূরে জান্নাত প্রমুখ।
এতে সরকারি কর্মকর্তা ও অংশগ্রহনকারীদের নিয়ে দিনব্যপি কর্মশালায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ৫০টি গ্রাম সমিতির আহবায়ক অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ০২নং চন্ডিগড় ক্লাস্টার অফিসার মো: সামাদ মিয়া। কর্মশালায় স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও পুষ্টি বিষয়ক খাদ্য উৎপাদন ও গ্রহণ বিষয়ে সচেতনতামুলক বক্তব্য রাখেন উপস্থিত সকলেই।

তোফায়েল আলম ভূঁইয়া. দুর্গাপুর প্রতিনিধি 


















