গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা একটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগামী সড়ক অবশেষে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় নিজ উদ্যোগ ও অর্থায়নে সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ মাহিদুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, দামোদরপুর ইউনিয়নের শামছুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সঙ্গে সংযুক্ত প্রায় দেড় কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও কর্দমাক্ত অবস্থায় ছিল। বর্ষা মৌসুমে সড়কটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও সাধারণ পথচারীদের পাশাপাশি ভোটারদের চরম দুর্ভোগ পোহাতে হতো।
এলাকাবাসীর অভিযোগ, আসন্ন জাতীয় নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে সড়কটির দ্রুত সংস্কার জরুরি হলেও সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন জানানো সত্ত্বেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে নিজ দায়িত্ববোধ থেকে মোঃ মাহিদুল ইসলাম ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কারের কাজ শুরু করেন।
বর্তমানে স্বেচ্ছাশ্রম ও শ্রমিকদের মাধ্যমে সড়কটিতে মাটি ভরাট করে যান চলাচলের উপযোগী করার কাজ চলছে। সড়কটি সংস্কার সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের পাশাপাশি ভোটকেন্দ্রে যাতায়াত সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে মোঃ মাহিদুল ইসলাম বলেন, “এটি শুধু একটি সড়ক নয়, এটি এলাকাবাসীর অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করার পথ। জনগণের কষ্ট দেখে আর বসে থাকতে পারিনি। তাই নিজ উদ্যোগে কাজটি শুরু করেছি।”
এলাকাবাসী তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একজন জনপ্রতিনিধি ও সমাজসচেতন মানুষ হিসেবে মাহিদুল ইসলামের এ ধরনের মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ অন্যদের জন্যও দৃষ্টান্ত হয়ে থাকবে।
স্থানীয়রা দ্রুত সরকারি পর্যায় থেকে সড়কটির স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর এ ধরনের দুর্ভোগ পোহাতে না হয়।

ফিরোজ প্রধান, গাইবান্ধা প্রতিনিধি 




















