লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়া গাছা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জাকির হোসেনের ছেলে মোঃ সোহেল দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। তীব্র পেটব্যথা ও শারীরিক দুর্বলতায় দিন দিন তিনি কঙ্কালের মতো হয়ে যাচ্ছেন।
একসময় জীবিকার তাগিদে বান্দের হাট, হাজীগঞ্জ, চৌধুরী বাজার ও মৌলভীবাজার গুচ্ছগ্রামসহ বিভিন্ন হাটে সবজি বিক্রি করে সংসার চালাতেন সোহেল। কিন্তু দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার পেছনে পরিবারের সব সহায়-সম্বল শেষ হয়ে গেছে। বর্তমানে চিকিৎসা চালিয়ে নেওয়ার মতো কোনো অর্থ তাদের হাতে নেই।
সোহেলের সংসারে রয়েছে মাত্র ছয় মাসের একটি শিশু সন্তান। অসুস্থতার কারণে তিনি সন্তানকে কোলে নেওয়া তো দূরের কথা, কাছে টানতেও পারছেন না। নিজের সন্তানের আদর-যত্ন করার স্বপ্ন নিয়েই দিন কাটছে তার। অল্প বয়সেই এমন নির্মম পরিণতি তাকে মানসিক ও শারীরিকভাবে ভেঙে দিয়েছে।
চিকিৎসার খরচ জোগাতে ব্যর্থ হয়ে এখন মানুষের দ্বারে দ্বারে সহযোগিতার জন্য আকুতি জানাচ্ছেন এই অসহায় তরকারি ব্যবসায়ী। তার বাঁচার একমাত্র আশাই এখন মানবিক মানুষের সহানুভূতি ও সহযোগিতা।
কোনো হৃদয়বান ব্যক্তি যদি সামর্থ্য অনুযায়ী তার চিকিৎসায় এগিয়ে আসেন, তবে আপনার সামান্য সহযোগিতাই হতে পারে একজন মানুষের জীবন বাঁচানোর অবলম্বন।
01888504063 বিকাশ
01854-293388 বিকাশ

আবু সালমান , লক্ষ্মীপুর 





















