ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গৃহবধূর গোপনে গোসলের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিন কিশোরকে আটক করা হয়। পরে তাদের ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের পরপরই যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযোগে উল্লেখ করা হয়, গোসলের সময় গোপনে ভিডিও ধারণ করে তা ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে শেয়ার করা হয়। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
থানা সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সাজ্জাদ হোসেন,ময়মনসিংহ 





















