লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৬ মন (প্রায় ২৪০ কেজি) ওজনের বিরল ও বিশাল আকৃতির শাপলা পাতা মাছ। স্থানীয়ভাবে ‘হাউস মাছ’ নামে পরিচিত এই মাছটি রামগতি বাজারে নিলামে ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বড়খেরীর মাছঘাট বাজারে মাছটি নিলামে তোলা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কীর্তন মাঝি ও তাঁর সহযোদ্ধা জেলেরা প্রতিদিনের মতো রামগতির দক্ষিণে মেঘনা নদীর মোহনায় মাছ ধরতে যান। সোমবার ভোরে জাল তুলতে গিয়ে তাঁরা অতিরিক্ত ভার অনুভব করেন। পরে নিজেদের ট্রলারের ১২ জন জেলে এবং পাশে থাকা আরেকটি ট্রলারের জেলেদের সহযোগিতায় বিশাল আকৃতির শাপলা পাতা মাছটি ট্রলারে তুলতে সক্ষম হন।
বৃত্তাকারে প্রায় সাড়ে ১১ ফুট প্রস্থ এবং লেজসহ প্রায় ১৩ ফুট দৈর্ঘ্যের মাছটিকে বাঁশ ও দড়ির সাহায্যে প্রায় ৬ জন জেলে ডাঙায় তোলেন। পরে মাছটি রামগতির মাছঘাটে আনা হলে বিকেলে নিলামে মোতালেব বেপারীর আড়ৎ থেকে স্থানীয় মাছ ব্যবসায়ী কৃষ্ণ বেপারি মাছটি কিনে নেন।
১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
রামগতিতে ৬ মন ওজনের শাপলা পাতা মাছ বিক্রি ৭৫ হাজার টাকায়
-
আবু সালমান , লক্ষ্মীপুর - প্রকাশের সময় : ০৭:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- 48
জনপ্রিয়























