১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নেত্রকোণায় পুলিশের চেকপোস্টে মদ সহ গ্রেপ্তার -৩

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • 51

নেত্রকোণার পূর্বধলা থানা পুলিশ কর্তৃক চেকপোস্ট পরিচালনাকালে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার।

আজ সোমবার (২২ডিসেম্বর) সকাল ১১টা ১৫মিনিটে জেলা মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান – আজ সোমবার (২২ডিসেম্বর) নেত্রকোণার পূর্বধলা থানা পুলিশ কর্তৃক পূর্বধলা থানাধীন লাল মিয়া বাজার এলাকায় শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে দূর্গাপুর হতে শ্যামগঞ্জগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনাকালীন সকাল অনুমান সাড়ে ৭টার সময় ময়মনসিংহগামী একটি মিনি ট্রাক (যার রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ন-২০-৭০৬৬) তল্লাশীকালে উক্ত মিনি ট্রাক হতে AC BLACK 750 ml ১৯ বোতল, ice VODKA ৭৫০ ml ৩৫ বোতল, McDwells ৩৭৫ ml ২৪ বোতল এবং McDwells ৭৫০ ml ২৪ বোতলসহ সর্বমোট ১০২ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় অবৈধ মদ এবং গাড়ীতে থাকা ৩জন আসামী গ্রেপ্তার করেছেন পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন – নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার জাহাঙ্গীর উদ্দিন (৩০), জাকির হোসেন (২২), গাড়ী চালক জামাল উদ্দিন (২৮)।

তিনি আরও জানান – এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

সাংবাদিক ঐক্য ফেডারেশন, টাঙ্গাইল-এর উদ্যোগে বনভোজন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

নেত্রকোণায় পুলিশের চেকপোস্টে মদ সহ গ্রেপ্তার -৩

প্রকাশের সময় : ০৫:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

নেত্রকোণার পূর্বধলা থানা পুলিশ কর্তৃক চেকপোস্ট পরিচালনাকালে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল ভারতীয় মদসহ ৩জন গ্রেফতার।

আজ সোমবার (২২ডিসেম্বর) সকাল ১১টা ১৫মিনিটে জেলা মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান – আজ সোমবার (২২ডিসেম্বর) নেত্রকোণার পূর্বধলা থানা পুলিশ কর্তৃক পূর্বধলা থানাধীন লাল মিয়া বাজার এলাকায় শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে দূর্গাপুর হতে শ্যামগঞ্জগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনাকালীন সকাল অনুমান সাড়ে ৭টার সময় ময়মনসিংহগামী একটি মিনি ট্রাক (যার রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ন-২০-৭০৬৬) তল্লাশীকালে উক্ত মিনি ট্রাক হতে AC BLACK 750 ml ১৯ বোতল, ice VODKA ৭৫০ ml ৩৫ বোতল, McDwells ৩৭৫ ml ২৪ বোতল এবং McDwells ৭৫০ ml ২৪ বোতলসহ সর্বমোট ১০২ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় অবৈধ মদ এবং গাড়ীতে থাকা ৩জন আসামী গ্রেপ্তার করেছেন পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন – নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার জাহাঙ্গীর উদ্দিন (৩০), জাকির হোসেন (২২), গাড়ী চালক জামাল উদ্দিন (২৮)।

তিনি আরও জানান – এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।