ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজারের সহযোগিতায় এবং গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ড ইউ.কে এর অর্থায়নে ৫নং কালাপুর ইউনিয়নের ভাগলপুর (পালপাড়া) গ্রামের মায়া রাণী নামক এক গৃহীতাকে ভূমি, বাসস্থান ও একটি টিউবওয়েল প্রদান করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১২ঘটিকার সময় বরুণা নাজাত ইসলামী মারকাজ কনফারেন্স হল রুমে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা তাঁর হাতে তুলে দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজাত ইসলামী মারকাজ এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ড ইউ.কে এর চেয়ারম্যান এবং ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজার এর প্রধান উপদেষ্টা মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী।
বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য এবং আরপি নিউজ এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আমিরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজার সংগঠনের( সভাপতি, হাবিবুর রহমান লোবন; সহ-সভাপতি, মোঃ রাহিন মিয়া; সহ-সভাপতি, মোঃ আনু মিয়া; সাধারণ সম্পাদক, মোঃ শাকেদুর রহমান ; সহ-সাধারণ সম্পাদক, আফজাল হোসেন মুন্না; অর্থ সম্পাদক, মোঃ আমির হোসেন; সাংগঠনিক সম্পাদক, কাওসার আহমেদ ; প্রচার সম্পাদক, পারভেজ হাসান ; সদস্য, ফয়জুর রহমান খোকন, আলী নেওয়াজ, মোঃ রকি আহমেদ, মোঃ সাজু আহমদ ও আমজাদ হোসেন)।
নাজাত ইসলামী মারকাজ এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ড ইউ.কে এর চেয়ারম্যান এবং ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজার এর প্রধান উপদেষ্টা মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী বলেন মৌলভীবাজার জেলা ও হবিগঞ্জ জেলায় অসহায় দরিদ্র, ভূমিহীন, সুপেয় পানি পান করার জন্য টিউবওয়েল ৫০০ শতাধিক বিতরণ, প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য ১০০ শতাধিক হুইলচেয়ার বিতরণ, জীবিকা নির্বাহের জন্য ৭০টি রিক্সা বিতরণ, ১০,০০০ ( দশ হাজার) অধিক মানুষের কাছে প্যাকেজ খাবার বিতরণ,ঈদ কাপড় ও সামগ্রী বিতরণ, রামাদ্বান মাসে প্যাকেজ বিতরণ, ও ৩ বছর ধরে মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সহয়াতা চলমান রয়েছে।
এধরনের কার্যক্রম ভবিষ্যৎ এ অব্যাহত থাকবে বলে জানান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজাত ইসলামী মারকাজ এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ড ইউ.কে এর চেয়ারম্যান এবং ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজার এর প্রধান উপদেষ্টা মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী ও ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজার নেতৃবৃন্দ।

স্মরন সিং,মৌলভীবাজার 





















