জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী ‘তাসনীম ওয়াসীত্ব’ এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন ও বিচার বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী ‘শাফিন আহমেদ’ দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)সাবেক সভাপতি অনুব্রত নন্দী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির উপদেষ্টামণ্ডলীর দায়িত্বে রয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক হামীম কামরুল হক।
অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন বায়েজীদ আহমেদ মুছান্না, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ লোকমান গালিব।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মুহাম্মদ নাঈমুর রহমান, কোষাধ্যক্ষ হিসেবে আনিকা রহমান অর্পা, দপ্তর সম্পাদক হিসেবে অন্তিক ধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রেদোয়ান শিকদার, প্রযোজনা বিষয়ক সম্পাদক হিসেবে ইহাদ আহাম্মেদ প্রত্যয়, প্রদর্শনী বিষয়ক সম্পাদক হিসেবে সাইমুন রশীদ ইলহাম, কর্মশালা বিষয়ক সম্পাদক হিসেবে রাফসান মাহমুদ জিসান দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন চৈতি প্রভা, শাহরিয়ার সাদমান সৌমিক,ফাহমিদা মুন, সাকিবা ইফরানা, অনুব্রত নন্দী,সীমান্ত বর্ধন।

আশিকুল ইসলাম, জাবি প্রতিনিধি 

























