০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

সারিয়াকান্দিতে শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে–প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

 সারিয়াকান্দিতে শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে–প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সারিয়াকান্দি বিপ্লবী ছাত্র-জনতার আয়োজিত আসরের নামাজ পর কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসা মোড় থেকে শুরু করে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মুক্তিযোদ্ধা মোড় হয়ে তিনমাথা মোড় এরপর থানা মোড় হয়ে একই স্থানে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। এ সময় তারা শ্লোগানে বলেন—‘দিল্লীর দালালেরা হুঁশিয়ার সাবধান; চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ; এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে; আমরা সবাই হাদি হবো, যুগে-যুগে লড়ে যাবো; দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত; হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না; সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট এ্যাকশন; লীগ ধর, জেলে ভর।’
সমাবেশে সভাপতিত্ব করেন যুব বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন।
প্রতিবাদ সমাবেশে ছাত্রনেতা আব্দুস সোবহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রনেতা সাদিকুল ইসলাম স্বপন,বনি আমিন,মোমিনুর ইসলাম সেলিম,যুব বিভাগ সেক্রেটারী রিযুয়ানুল হক (স্বপন),শ্রমিক নেতা আনোয়ার হোসেন বিপ্লব, যুব বিভাগ নেতা এম.এ কাইয়ুম, সাগর আহমেদ সোহাগ প্রমুখ।
বক্তারা অবিলম্বে হাদির হত্যাকারীসহ তার মদদদাতাদের দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করার অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান।পরে ওসমান হাদির রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ছাত্রশিবির সভাপতি আসিব খান।

জনপ্রিয়

সাংবাদিক ঐক্য ফেডারেশন, টাঙ্গাইল-এর উদ্যোগে বনভোজন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে–প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০৫:২২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

 সারিয়াকান্দিতে শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে–প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সারিয়াকান্দি বিপ্লবী ছাত্র-জনতার আয়োজিত আসরের নামাজ পর কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসা মোড় থেকে শুরু করে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মুক্তিযোদ্ধা মোড় হয়ে তিনমাথা মোড় এরপর থানা মোড় হয়ে একই স্থানে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। এ সময় তারা শ্লোগানে বলেন—‘দিল্লীর দালালেরা হুঁশিয়ার সাবধান; চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ; এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে; আমরা সবাই হাদি হবো, যুগে-যুগে লড়ে যাবো; দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত; হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না; সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট এ্যাকশন; লীগ ধর, জেলে ভর।’
সমাবেশে সভাপতিত্ব করেন যুব বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন।
প্রতিবাদ সমাবেশে ছাত্রনেতা আব্দুস সোবহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রনেতা সাদিকুল ইসলাম স্বপন,বনি আমিন,মোমিনুর ইসলাম সেলিম,যুব বিভাগ সেক্রেটারী রিযুয়ানুল হক (স্বপন),শ্রমিক নেতা আনোয়ার হোসেন বিপ্লব, যুব বিভাগ নেতা এম.এ কাইয়ুম, সাগর আহমেদ সোহাগ প্রমুখ।
বক্তারা অবিলম্বে হাদির হত্যাকারীসহ তার মদদদাতাদের দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করার অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান।পরে ওসমান হাদির রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ছাত্রশিবির সভাপতি আসিব খান।